শৈলকুপার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Share Now..
শৈলকুপা প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকুপার বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেল সংকট দেখা দেওয়ায় বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শৈলকুপা এসিল্যান্ড বনি আমিন।রবিবার বিভিন্ন বাজারে মূল্য তালিকা না রাখার কারণে মোট ৪টা প্রতিষ্ঠানকে ৭০০০ হাজার টাকা জরিমানা করেন। তিনি সয়াবিন তেল নিয়ে কোন সংকট তৈরী করা যাবে না বলে ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দেন ।
এব্যাপারে এসিল্যান্ড বনি আমিন বলেন, মূল্য তালিকা না রাখার কারণে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এ সমস্থ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তবে বাজারে যথেষ্ট বোতলজাত সয়াবিন তেল রয়েছে। দামও ব্যবসায়ীরা ঠিক রাখছে। বর্তমান বাজারে সয়াবিন তেলের তেমন সংকট নেই।