পাকিস্তানে সামরিক গাড়িতে হামলা, ৩ সেনাসহ নিহত ৬

Share Now..

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় সামরিক বাহিনীর গাড়িতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এরমধ্যে তিনজন সেনা ও তিন শিশু রয়েছে। রবিবার (১৫ মে) দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

খবরে বলা হয়েছে, শনিবার উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহের কাছে এক ছোট বাজারে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। এটি আফগানিস্তান সীমান্ত থেকে ২৬ কিলোমিটার দূরে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, নিহত শিশুদের বয়স ৪ থেকে ১১ বছর বয়সী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় বোমা হামলাকারী পায়ে হেঁটে এসে নিজেকে উড়িয়ে দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘নিরীহ শিশুদের হত্যাকারীরা মানবতা ও ইসলামের শত্রু’।

এক বিবৃতিতে শেহবাজ আরও বলেন, ‘আমরা এই বর্বরদের এবং যারা তাদের পৃষ্ঠপোষকতা করে তাদের শিকার না করা পর্যন্ত আমরা শান্তিতে বসবো না।’ এই হামলার দায় এখন পর্যন্ত কেই স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান এই অঞ্চলে বহু দিন থেকে এমন হামলা চালিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *