আজ পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলবেন দি মারিয়া

Share Now..

আনহেল দি মারিয়ার সঙ্গে যে পিএসজি আর চুক্তি বাড়াচ্ছে না, তা আগেই জানা গিয়েছিল। এবার ফরাসি ক্লাবটিও তা নিশ্চিত করেছে। একই সঙ্গে আবেঘময় এক বিবৃতি দিয়েছে তারা।

আজ বাংলাদেশ সময় রাত ১টায় মেৎসের বিপক্ষে লিগের শেষ ম্যাচে নামবে পিএসজি। এটাই দি মারিয়ার শেষ ম্যাচ হতে যাচ্ছে। সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে পিএসজি চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেছেন, মাঠে এসে তারা যেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গারকে সসম্মানে বিদায় দেয়।
২০১৫ সালে পিএসজিতে নাম লেখান দি মারিয়া। এরপর থেকে ফরাসি ক্লাবটিতে সাত মৌসুম খেলেছেন তিনি। বিবৃতিতে পিএসজি লিখেছে, ‘জার্সিটাতে যে সাত মৌসুম কাটিয়েছেন সে জন্য আনহেল দি মারিয়াকে যথাযথ সম্মান জানাতে চায় পিএসজি। ক্লাবের হয়ে ১৮টি শিরোপা জিতেছেন তিনি। ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ডও তার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *