মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী আটক
Share Now..
মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে আটক করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে স্থানীয় সময় শনিবার (২৮ মে) মধ্যরাতে তাকে আটক করা হয়েছে। খবর প্রকাশ করেছে ইয়ন নিউজ ও সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পল পেলোসিকে আটক করে ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে নিয়ে যাওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পল পেলোসি। এ সময় তার রক্তে অ্যালকোহলের মাত্রা দশমিক ০৮ বা এর চেয়ে বেশি ছিল।
পাবলিক বুকিং রিপোর্টের তথ্যমতে, পাঁচ হাজার ডলার জরিমানায় পল পেলোসিকে জামিন দেওয়া হয়েছে। পরদিন রবিবার সকালেই তিনি মুক্তি পেয়েছেন।
এক বিবৃতিতে ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রু হ্যামিল বলেন, ব্যক্তিগত ইস্যু নিয়ে কোনো মন্তব্য করবেন না হাউস স্পিকার।