যশোরের বাঘারপাড়ার চিত্রা নদী থেকে এক লাখ টাকার কারেন্ট জাল বিনষ্ট

Share Now..

এস আর নিরব যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়ার চিত্রা নদী থেকে প্রায় ১ লাখ টাকার কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকেলে উপজেলার পাইকপাড়া এলাকার চিত্রা নদীতে অভিযান চালিয়ে জাল বিনষ্ট করেন উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা।

জানা গেছে, উপজেলার পাইকপাড়া এলাকায় চিত্রা নদীতে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার চলছিল এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগের একটি টিম। অভিযান চালিয়ে ২০ টি জাল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা জানিয়েছেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কারেন্ট জাল দিয়ে ফাঁদ বানিয়ে রেণু ও ডিমওয়ালা মাছ শিকার করায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানার উপ পরিদর্শক সজল বিশ্বাসসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *