প্রতারক চক্র প্রতারানার মাধ্যমে হাতিয়ে নিয়েছে একলক্ষ টাকাi
Share Now..
স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের সখের আলীর ছোট পুত্র শহীদ বর্তমান সৌদি প্রবাসি। তার ইমো আইডি হ্যাক করে তার পরিবারকে জানানো হয়, যে প্রবাসে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই ভুয়া সংবাদ দিয়ে দুই ধাপে (এক লক্ষ) টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। প্রতারক চক্রের বিকাশ নং-০১৯৬৯-০০৮৪৯৪,০১৭০৮-৬৭৫৩৭৯। ঘঠনাটি ঘঠেছে গত (৩১ মে মঙ্গলবার) বেলা ২.২৬ মিনিটে। এ বিষয়ে (৩১ মে মঙ্গলবার) কালিগঞ্জ থানাই একটি অভিযোগ দায়ের করা হয়েছে।