শিবচরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

Share Now..

শিবচরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহেরাতলা দক্ষিন ইউনিয়নে বহিরাগত এক সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। সন্ত্রাসী আসলামের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী উকিল শনিবার বিকেলে প্রচার প্রচারণার জন্য ৯ নম্বর ওয়ার্ডে যায়। এসময় ফকিরকান্দি এলাকায় ভোট চাইতে গেলে সন্ত্রাসী আসলামসহ কয়েকজন প্রচারনায় বিঘ্ন সৃষ্টি করে ও ভয় ভীতি প্রদর্শন করে। কিন্তু বারী উকিলের সমর্থকরা সন্ত্রাসীদের পাল্টা চ্যালেঞ্জ করে। বারী উকিলের সমর্থকরা ধাওয়া করে সন্ত্রাসী আসলামকে একটি দেশীয় অস্ত্র বা ছুরি ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ ধরে ফেলে গণধোলাই দেয়। আসলামের সঙ্গে থাকা অপর সন্ত্রাসীরা দ্রুত সটকে পড়ে। আসলামকে শিবচর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আটক আসলাম মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের আলীম বেপারীর ছেলে।

চেয়ারম্যান প্রার্থী আবদুল বারী উকিল বলেন, ‌‘আসলাম চেয়ারম্যান প্রার্থী অলিউল্লাহ খালাসির ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য এবং শীর্ষ সন্ত্রাসী সাইদুল খালাসির সঙ্গে সব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তিনি এর আগেও আমার এক ভাইসহ আমার ভোটারদের ভয় ভীতি দেখাতেন। তিনি বহিরাগত লোক। তিনি কিভাবে এক এলাকা থেকে অন্য এলাকায় আসেন!’

তিনি বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সব জনগণের উদ্দেশ্যে বলেন, ‘এবারের নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ’বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের একটি এলাকায় তাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *