নলডাঙ্গা থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ৯ বছরের শিশু ফিরেপেল বাবা-মা।
Share Now..
নাটোর জেলা প্রতিনিধিঃ
নলডাঙ্গা থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ০৯( নয়) বছরের শিশুর প্রকৃত অভিভাবক এর সন্ধান করে গতকাল, এই শিশুটি তার নিজ বাড়ি নাটোর হতে বের হয়ে চলে আসে নলডাঙ্গা থানা এলাকায়, স্হানীয় জনগন তার পরিবারের সন্ধান করতে না পেরে, শিশুটিকে নলডাঙ্গা থানায় নিয়ে আসেন। রাতভর নলডাঙ্গা থানা পুলিশ খোঁজা খুজি করেঅদ্য তার প্রকৃত অভিভাবক এর সন্ধান করে, শিশুটিকে তার পরিবারের লোকজন এর নিকট বুঝিয়ে দেওয়া হয়।