কড়া অস্ত্র আইন: হাউসে বিল পাস, সিনেটে হবে তো?

Share Now..


যুক্তরাষ্ট্রে সেমি-অটোমেটিক অস্ত্র রাখার বয়স বাড়িয়ে ২১ করতে বিল পাস করলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। কিন্তু সিনেটে এই বিল পাস হবে তো?হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। প্রেসিডেন্ট জো বাইডেনসহ ডেমোক্র্যাটরা দীর্ঘদিন ধরে দাবি করছেন, অস্ত্র আইন কড়া করতে হবে। বন্দুক রাখার বয়সসীমা বাড়াতে হবে। ফলে সেমি-অটোমেটিক অস্ত্র রাখার বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা সংক্রান্ত বিল হাউসে পাস করাতে কোনো অসুবিধা হয়নি। বিলে বলা হয়েছে, ১৫টি গুলিসহ ম্যাগাজিনও আর বিক্রি করা যাবে না।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, টেক্সাস-সহ একের পর এক জায়গায় স্কুলে, চার্চে, সুপারমার্কেটে, মেডিক্যাল সেন্টারে গুলিতে শিশুসহ প্রচুর মানুষ মারা যাওয়ার পর অস্ত্র আইন কড়া করার দাবি ওঠে। প্রেসিডেন্ট বাইডেনও বলেন, আর কতদিন যুক্তরাষ্ট্র এইভাবে মানুষের মৃত্যু দেখবে?

সিনেটে কী হবে?

এখন প্রশ্ন হলো, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে কী হবে? তারা কি এই বিল পাস করবে? সিনেটে এই বিল পাস করতে অন্ততপক্ষে ৬০ জনের সমর্থন লাগবে। কিন্তু সেখানে রিপাবলিকান সদস্যরা অস্ত্র নিয়ন্ত্রণ ও কড়াকড়ির পরিবর্তে স্কুলে নিরাপত্তা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আইন করতে বেশি উৎসাহী।

তবে সাম্প্রতি একের পর এক গুলির ঘটনার পর কংগ্রেসের উপর আইন পাস করার জন্য চাপ বেড়েছে। এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ১১ বছর বয়সি একটি মেয়ে বুধবারই কংগ্রেস সদস্যদের বলেছেন, গুলিচালনার ঘটনা দেখার পর তার মানসিক অবস্থার কথা।

এই চাপের মুখে সিনেট সদস্যরা বিল পাস করান কিনা, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *