জুলাইয়ে আমাজন প্রাইমে মেসিদের নিয়ে ওয়েব সিরিজ

Share Now..


বিগত কয়েক দশকের মধ্যে সময়ের সেরা ফর্মে রয়েছে আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছর ধরে বড় মঞ্চে কোনো শিরোপা জিততে পারছিল না দেশটি। গত বছর কোপা আমেরিকা জয়ের মাধ্যমে সেই আক্ষেপ ঘুচেছে। এর ১১ মাসের মাথায় গত ১ জুন, ইংল্যান্ডের ওয়েম্বলিতে ‌‘লা ফিলাসিমিয়াতে’ ইউরো জয়ী ইতালিকেও হারিয়েছে তারা। এবার ৩৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লিওনেল স্কোলানির শীষ্যরা।আর্জেন্টাইন কোচ যেভাবে তার দলকে ঘুচিয়ে এনেছেন, সেটি নিয়ে এবার ওয়েব সিরিজ তৈরি করছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম। এতে থাকবে দলের সাফল্যের পেছনের গল্পগুলো। আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ওয়েব সিরিজের শিরোনাম ‘স্টোরি অব লা আলবেসিলেস্তে’। আগামী ১০ জুলাই এটি মুক্তি পাবে।বিশ্বের ২৪০টি দেশের মানুষ সিরিজটি দেখতে পারবে। এতে অনেক অদেখা ফুটেজ, খেলোয়াড়দের একান্ত সাক্ষাৎকার এবং কোপা আমেরিকার ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে দেওয়া লিওনেল মেসির বিখ্যাত সেই বক্তব্যও থাকবে বলে জানা গেছে

916 thoughts on “জুলাইয়ে আমাজন প্রাইমে মেসিদের নিয়ে ওয়েব সিরিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *