হরিনাকুণ্ডুতে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

Share Now..

হরিনাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে ২২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র সোহেল রানা (৩২) এবং ঝিনাইদহ জেলার টিএন্ড টি অফিস পাড়ার জাহিদুল ইসলামের পুত্র আরাফাত রহমান (৩৩) থানা পুলিশ সুত্র জানায়, মাদক বিরোধী অভিজান চলাকালীণ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই জগদীশ চন্দ্র বসু এর নেতৃত্বে এএসআই রেজওয়ান, এএসআই আনিচ,এ এসআই জসিম সঙ্গীয় ফোর্স গপিনাথপূর গ্রামে গেপিনাথপূর-নারায়নকান্দী সড়কে ওমর আলীর জমির সমনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে । এসময় তাদের তল্লাশি করে একটি ঔষধের প্যাকিং বাক্সে । পলিথিনে মোড়ানো ভারতীয় নিষিদ্ধ ২২বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এই মাদক বিক্রেতারা দীর্ঘদিন ধরে চোয়াডাঙ্গা জেলার দর্শণা ও দামুরহুদা এলাকা থেকে ফেনসিডিল এনে হরিণাকুণ্ডু সহ ঝিনাইদহের বিভিন্ন স্থানে মাদকসেবীদের সরবরাহ করতে বলে জানাগেছে। এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বেশ কিছুদিন ধরে এই মাদক চোরাচালানীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে তাদের ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *