মহানবী (সাঃ) নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কোটচাঁদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Share Now..

কোটচাঁদপুর সংবাদদাতা

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার কটুক্তিকর মন্তব্য করার প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জুন) সকাল ১১টার দিকে সরকারি কে.এম.এইচ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে নুপুর শর্মার কুরুচিপূর্ণ বক্তব্য বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে।

বাংলাদেশের মুসলমানসহ বিশ্বের কোটি কোটি মুসলমান বিজেপির এই নেতা সহ ভারতের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে বিশ্বের মুসলমানদের বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান জানিয়ে ভারতকে ক্ষমা চায়তে হবে। এবং কটুক্তিকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নেওয়ার দাবি জানান।

সেই সঙ্গে ভারতের সকল পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন মসজিদের হাজার হাজার ধর্ম প্রাণ মুসুল্লী অংশ গ্রহন করেন। এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোটচাঁদপুর থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *