কালীগঞ্জে লেদ শ্রমিক হত্যায় জড়িত প্রধান আসামি আটক
স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লেদ শ্রমিক শাহীন
হত্যাকাÐের সাথে জড়িত প্রধান আসামি জসিম হোসেন ওরফে বাবুকে আটক
করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, শনিবার দিবাগত রাতে
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া গ্রাম থেকে আটক করা হয়। আটক জসিম
হোসেন ওরফে বাবু উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মমিন উল্লার ছেলে। এ
ঘটনায় মিজানুর রহমান বাবুলকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
হত্যাকাÐের ঘটনায় গত ৬জুন নিহত শাহীনের বাবা চান মিয়া বাদী হয়ে
কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
রোববার বিকেল ৫ টার দিকে প্রধান আসামিকে সাথে করে হত্যাকাÐের আলামত
উদ্ধারে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে যায় পুলিশ। বালিয়াডাঙ্গা গ্রামের
বিভিন্ন মাঠ থেকে হত্যাকাÐে ব্যবহৃত খুর, দড়ি, নিহত শাহীনের প্যান্ট,
টর্চলাইট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কলাক্ষেত থেকে
শাহীন হোসেন (৩৩) নামে এক লেদ শ্রমিকের বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। নিহত
শাহীন স্থানীয় লেদের দোকানে কাজ করতেন বলে জানান এলাকাবাসী।
Get ready to conquer the virtual battlefield Lucky Cola