প্যারিসে ছিনতাইকারীর কবলে আনু কাপুর
ফ্রান্সের রাজধানী প্যারিসে একবার ঘুরতে যাওয়ার শখ কম বেশি সকলেরই থাকে। সেখানি ঘুরতে গিয়েছিলেন বলিউড অভিনেতা আনু কাপুর। সেখানে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী এই অভিনেতা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন, ফ্রান্সে ঘুরতে এলে খুব সাবধান। এখানে এসে সব কিছু চুরি হয়ে গিয়েছে। ওয়ালেট থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ফ্রান্সের টাকা, ইউরো, এমনকী আইপ্যাডও ছিনতাই হয়েছে।’
তিনি আরও জানান, সকলে যেন খুব সাবধানে ঘুরতে আসে ফ্রান্সে ওই শহরে নাকি সকলে চোর এমনটাই দাবি অভিনেতার।
চার দশকের অভিনয় ক্যারিয়ারে একশোর বেশি ছবিতে অভিনয় করেছেন আনু কাপুর। অভিনয়ের পাশাপাশি তিনি একজন যথেষ্ট সুগায়ক। তাছাড়াও চলচ্চিত্র নির্মাতা, রেডিও জকি, টিভি সঞ্চালক হিসেবেও তার যথেষ্ট খ্যাতি রয়েছে।