কোটচাঁদপুরে মেলায় ঘুরতে এসে মোটরসাইকেল হারালো এক যুবক
কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে রথেরমেলায় ঘুরতে এসে সখের ১৫০ সিসির পালসার মোটরসাইকেল খোয়ালেন এক যুবক। শুক্রবার বিকালে পৌর শহরের সলেমানপুর রথখোলা প্রাইমারী স্কুলের পিছন থেকে মোটরসাইকেলটি খোয়া যায়।ভুক্তভোগী মেহেদি হাসান জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের জমির উদ্দীনের ছেলে। মেহেদী হাসান জানান, বিকাল আমার দুই-বন্ধুর সাথে নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুরে রথেরমেলা দেখার জন্য আসি। সেখানে এসে মোটরসাইকেটি রথখোলার প্রাইমারী স্কুলের পিছনে রেখে তিন’বন্ধু মেলার ভিতরে যায়। কিছুক্ষণ পরে বাইরে এসে মোটরসাইকেল নিতে গিয়ে দেখি সেখানে নেই। তিন মাস আগে জীবননগর বাজারের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেন তিনি। গাড়িটি কালো রংয়ের লাল বর্ডার দেওয়া রেজিষ্ট্রেশন করা হয়নি। অনেক খোঁজ খুজির পারে না পেয়ে স্হানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।মোটরসাইকেল খোয়া যাওয়া বিষয় টি নিয়ে মডেল থানার উপপরিদর্শক আইয়ুব হোসেনের সাথে কথা হলে তিনি বলেন এই ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়েছে কি না আমার জানা নেই।