৯৪ কোটি টাকার ক্ষতি, তবু অস্ট্রেলিয়াই স্টার্কের প্রথম পছন্দ
মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বিগ ব্যাশে খেলেন না প্রায় আট বছর হয়ে গেছে। তবে আগামী মৌসুম চলাকালীন দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় তাকে পাওয়ার একটা সম্ভাবনা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। সেই সম্ভাবনায় পানি ঢাললেন অজি এই পেসার। জানালেন, দেশের খেলা না থাকলেও তখন বিগ ব্যাশ খেলবেন না তিনি। এর ফলে ১ কোটি মার্কিন ডলার বা ৯৪ কোটি টাকা ক্ষতির মুখে পড়বেন তিনি, তবু নিজের সিদ্ধান্ত থেকে নড়তে রাজি নন অস্ট্রেলিয়ান এই পেসার।
করোনা মহামারি শেষে স্বরূপে ফিরতে এবারের আসরটাকেই পাখির চোখ করছে বিবিএল কর্তৃপক্ষ। সে কারণে অস্ট্রেলিয়ার শীর্ষ সারির সব প্রতিভাকে টুর্নামেন্টে চায় ফ্র্যাঞ্চাইজিরা।
অস্ট্রেলিয়ার তারকাদের এই সিরিজে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কারণ আগামী জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজটি বাতিল হয়ে যাচ্ছে। ফলে খেলোয়াড়রা একটা বড় সময় দিতে পারবেন বিবিএলে।
তবে ঘরের মাঠে সিরিজটা বাতিল হয়ে গেলেও স্টার্ক তার নিজের অবস্থান থেকে সরবেন না। সম্প্রতি শ্রীলঙ্কায় এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি যখনই বিবিএলে খেলেছি, তখনই উপভোগ করেছি বিষয়টা। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা শেষ সাত বছরে বদলায়নি। আইপিএল হোক কিংবা বিবিএল, সবকিছু ওপর আমি সবসময় অস্ট্রেলিয়ার সূচিকেই প্রাধান্য দিয়েছি। নিজেকে ফিট রাখতে চেয়েছি, যেন সামর্থ্যের সবটুকু দিয়ে ভালো পারফর্ম করতে পারি। আর তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে রেখেছি পেছনের সারিতে।’
এখন শ্রীলঙ্কা সফর চলছে অস্ট্রেলিয়ার। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ আছে অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, এরপর নিজেদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে অজিদের সূচিতে।