যশোরে র‍্যাবের অভিযানে ১৪৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Share Now..


এস আর নিরবঃ
যশোরে র‍্যাব-৬ এর অভিযানে ১৪৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন বিশ্বাস (২৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

মাদক ব্যবসায়ী আল-আমিন বিশ্বাস জেলার চৌগাছা উপজেলার আড়াপাড়া ৬ নম্বর জগদীশপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে যশোরের র‍্যাব-৬ এর একটি টহল দল মাদক ব্যবসায়ী আলামিনের বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাকে আটক করেন।

এ বিষয়ে যশোর র‍্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিজুর রহমান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী আলামিন এলাকার চিহ্নিত একজন ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সু-কৌশলে মাদক ব্যবসা করে আসছিলো। বিষয়টি জানার পরে তার উপরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গতকাল রাতে জানতে পারি বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট নিয়ে বেচাকেনার উদ্দেশ্যে আলামিনের বাড়ির দক্ষিণ পাশে সে অবস্থান করছে। রাত একটার দিকে সেখানে ফোর্স পাঠিয়ে তাকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে একটি টুপলা উদ্ধার করা হয়। টুপলা টা খুলে পরে দেখা যায় তাতে ১৪৩০ পিস ট্যাবলেট রয়েছে। সকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *