কয়রা সদর ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশও মানববন্ধন।
খুলনা প্রতিনিধিঃ
খুলনার কয়রা সদর ইউনিয়ন পরিষদের
(ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস,এম বাহারুল ইসলামের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তার কর্মী সমর্থকরা।
গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা
যুবলীগের সভাপতি এস,এম শফিকুল ইসলামের নেতৃত্বে দলীয়
কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।পরে উপজেলার তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
সাবেক ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য
রাখেন, আওয়ামীলীগ নেতা জিএম ফজর আলী,এস এম হারুন অর-রশিদ,এস এম জিয়াদ আলী, সরদার হযরত আলী, আবুল বাসার সানা, রফিকুল ইসলাম, শেখ রোকনুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগের নেতা
এমদাদুল হক টিটু, প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, যুবলীগ নেতা এস,এম মাসুম বিল্লাহ, মেজবাহ উদ্দিন মাসুম, ইউপি
সদস্য মিজানুর রহমান কোহিনুর, বিল্লাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক হান্নান, হুমায়ুন কবির হিরো, ফারুক আযম, পান্না, অভিজিত মহলদার,মাসুদ মোস্তফা প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জামায়াত নেতার মিথ্যা মামলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান কারাগারে এটি খুব দুঃখজনক।
তারা অবিলম্বে ইউপি চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
গত শুক্রবার উত্তরচক কামিল মাদরাসার অধ্যক্ষকে মারপিটের ঘটনায় দায়ের
করা মামলায় ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামকে খুলনা শহর থেকে গ্রেপ্তার করে র্যাব।
পরে কয়রা থানায় হস্তান্তর করা হলে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।