কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনওর‌্যালি আলোচনা সভা।

Share Now..

খুলনা প্রতিনিধিঃ

কয়রা উপজেলা মৎস্য অফিসের
উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।গতকাল ২৪ জুলাই বেলা ১১ টায় এ উপলক্ষে র‍্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ ও কয়রা অফিসার ইনচার্জ
(তদন্ত) মোঃ ইব্রাহিম আলী।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র
উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক। শিক্ষক বরুন কুমার
বৈরাগীর পরিচালনায় নিরপদ মাছে ভরবো দেশ বঙ্গবুন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, মৎস্য ব্যবসায়ী শফিকুল ইসলাম, মৎস্য চাষীসঞ্জয় গাইন, বজলুল
করিম প্রমুখ।
আলেচনা শেষে পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকার মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক,এনজিও প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ী, মৎস্যচাষি সহ পেশাজীবি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *