ভারতে করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ২০ হাজারের বেশি

Share Now..

ভারতজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টিকাদানের মধ্য দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও নতুন করে ভয় ধরাচ্ছে এই ভাইরাসের আরেক স্ট্রেন ওমিক্রন। গত একদিনে দেশটিতে সংক্রমণ কিছুটা কমলেও তা এখনও রয়েছে ২০ হাজারের ওপরেই।

এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২ হাজারের বেশি। রোববার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৭৯ জন। যা শনিবারের তুলনায় ৫.৩ শতাংশ কম। মহামারির শুরু থেকে ভারতে এখন পর্যন্ত মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৭৫৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। এর মধ্যে সাত জন পশ্চিমবঙ্গে, সাত জন কেরালায়, পাঁচ জন মহারাষ্ট্রে এবং চার জন হিমাচল প্রদেশে মারা গেছেন। এছাড়া ভারতশাসিত জম্মু ও কাশ্মির এবং বিহারে দু’জন করে মানুষের মৃত্যু হয়েছে।

একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দিল্লি, উড়িষ্যা, ছত্তীশগঢ়, পুদুচেরি, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, আসাম, গুজরাটে এক জন করে মারা গেছেন। করোনা মহামারির শুরু থেকে ভারতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৩৩ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *