শৈলকুপায় উপজেলা পরিষদ উপ- নির্বাচনে সরবে ও নীরবে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা

Share Now..

শৈলকুপা প্রতিনিধি ঃ

১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলা। দ্বিতীয় বারের মত আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। একেবারে শেষের দিকে এসে পুরোপুরি জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে পোস্টার, ব্যানার, ফেস্টুন এলাকাতে তেমন দেখা যাইনি।

সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ্এই উপ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ।এরা হলেন- জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এম হাকিম আহামেদ এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু আনারস প্রতিক ও আনিচুর রহমান মোটরসাইকেল প্রতিক । উপজেলাতে নৌকা ও আনারস প্রতিকের মধ্যে মূল প্রতিদ্বন্দিতা হবে বলে জানা যায়। তবে নৌকার প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন , মাঠে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে মাঠে ভোটের লড়াইয়ে আছেন । বিদ্রোহী স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থী অনেকটা নীরবে ভোটের প্রচারণা চালালেও তাকে প্রকাশ্যে মাঠে বেশি দেখা যাচ্ছে না ।তবে উভয় প্রার্থীই নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী।
নৌকা প্রতিকের প্রার্থী এম হাকিম আহামেদ বলেন, উৎসবমুখর পরিবেশে আমি নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি আশা করি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।
আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, অনেকটা প্রতিকুল পরিবেশে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছি। সব সময় জনগণের পাশে থেকেছি তাই ভোট সুষ্ঠু হলে আমার পক্ষে ভোট বিপ্লব হবে।
আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নিয়ে এলাকার সাধারণ জনগণ, তরুণ ও নতুন ভোটাররা জানান, তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবা পেতে চান তারা। যে প্রার্থী দুর্নীতি, অনিয়ম, মাদক ও সকল বৈষম্যহীন সমাজ গড়তে পদক্ষেপ নেবেন, এলাকার উন্নয়ন করবেন তাকেই তারা ভোট দেবেন।

প্রসঙ্গত, শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার শেফালী বেগমের মৃত্যুজনিত কারণে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।শৈলকুপা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৬শত ৫৪ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ১ শত ৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ৫শত ৪৬ জন। মোট ভোট কেন্দ্র ১২০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *