একমাসের নয়, পুরো বছরের সেরা হতে চান মুশফিক
গতকাল (সোমবার) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা -আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ মাসসেরা নির্বাচিত হন তিনি।
তবে কেবল এক মাসের জন্য নয়, পুরো বছরের সেরা ক্রিকেটার হওয়ার জন্য লড়বেন বলে জানিয়েছেন মুশফিক।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি মনে করি এর মাধ্যমে আপনারা আমাকে নয়, বাংলাদেশকে জিতিয়েছেন।
তিনি আরো বলেন, আমি চেষ্টা করবো শুধু প্লেয়ার অব দ্য মান্থ নয়, ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে যেন প্লেয়ার অব দ্য ইয়ার হতে পারি। বাংলাদেশের আরো অনেকগুলো ম্যাচের জয়ের স্বাক্ষী হতে পারি।
এ ধরণের পুরস্কার ভবিষ্যতে আরো ভালো করতে অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করেন মিস্টার ডিপেন্ডেবল।
চলতি বছর থেকে প্রতিমাসের সেরা খেলোয়াড় নির্বাচন করার ঘোষণা দিয়েছে আইসিসি। সে হিসেবে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওয়ানডেতে ১ সেঞ্চুরি ও ১ ফিফটি সহ ২৩৭ রান সংগ্রহ করেন টাইগার তারকা। প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রবীণ জয়বিক্রমকে।
Epic battles, insane graphics, and endless fun Lucky Cola