ফ্রান্স-জার্মানির উত্তেজনার ম্যাচ আজ

Share Now..

ইউরোর শুরু হয়েছে গত ১১ জুন। এরই মধ্যে টানা খেলা চলছে। তবে আজ সবচেয়ে আকর্ষণীয় খেলা দেখা যাবে। কারণ আজ ডেথ গ্রুপের খেলা। এফ গ্রুপে খেলছে হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি লড়াই করছে। আজই এই গ্রুপের প্রথম দুই ম্যাচ। হাঙ্গেরি ও পর্তুগাল রাত ১০টায় এবং ফ্রান্স ও জার্মানি রাত ১টায় মুখোমুখি হবে।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মানির ফুটবল যান্ত্রিক। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স হচ্ছে দ্রুতগতির ফুটবল খেলে। এবার ইউরোতে গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই মাঠে নামতে দেখবে দর্শক। বড় টুর্নামেন্টে সবশেষ এই ইউরোতেই, ২০১৬ সালে ঘরের মাটিতে জার্মানদের ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। সেই হারের পর সেভাবে এখনো নিজেদের শক্তিমত্তার জানান দিতে পারেনি কোচ জোয়াকিম লোর দল।
১৫ বছর জার্মানির টির কোচিং করানো কোচ জোয়াকিম লো ইউরো শেষে জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। তাকে স্মরণীয় বিদায় শিরোপা জিতেই দিতে চায় ডাই মনশাফটরা।

One thought on “ফ্রান্স-জার্মানির উত্তেজনার ম্যাচ আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *