কফিল উদ্দিন ও আজিম মুন্সী কে হত্যা মামলার রায়
শৈলকুপায় জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন সহ
১৫ জনের কারাদন্ড

Share Now..

শৈলকুপা প্রতিনিধি ঃ

ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্য দিবালোকে দুই জনকে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
এছাড়া চাঞ্চল্যকর এই মামলায় ২ জনকে তিন বছর এবং ৯ জনকে ২ বছরের কারাদন্ড দিয়েছেন । আজ সকাল সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন এ রায় দেন।

রায়ের কপি সুত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জেরে জেলার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামে ২০০৯ সালের ১৫ এপ্রিল প্রকাশ্য দিবালোকে কফিল উদ্দিন ও আজিম মুন্সী নামের দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শৈলকুপা থানায় মামলা করেন। সেই মামলার শুনানী শেষে আদালত ২০ আসামীর মধ্যে কুদ্দুস মিয়া, কোবা মোল্লা, রইচ এবং বাচ্চুকে যাবজ্জীবন, বাকি ২ জনকে ৩ তিন বছর এবং ৯ জনকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
মামলার বাকি ৫ আসামীকে খালাস দেওয়া হয়েছে। সাজা প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। নিহত কপিল উদ্দিনের ভাই হবিবর রহমান বাদী হয়ে এমামলা করেন। রায় ঘোষনার সময় আসামীপক্ষের আত্মীয় স্বজনদের কাঁদতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *