পেলোসির তাইওয়ান সফর নিয়ে কেন হুমকি দিচ্ছে চীন
Share Now..
আমেরিকান মিডিয়ার খবর অনুযায়ী অগাস্টে তাইওয়ান সফর করবেন সেদেশের তৃতীয় ক্ষমতাধর রাজনীতিক, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।ঠিক কোনদিন পেলোসি তাইওয়ান যাবেন তা প্রকাশ করা হয়নি, তবে এই খবর জানার সাথে সাথে চীনে যে মাত্রার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার নজির সাম্প্রতিক কালে নেই।
চীনা সরকারি কর্মকর্তারা আমেরিকানদের সতর্ক করেছেন যে এই সফর চীনের সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল এবং এতে প্রমাণ হবে যে আমেরিকা তাদের ‘এক-চীন’ নীতি বর্জন করছে।
সাংবাদিকদের প্রশ্নে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বলেন, “সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখন্ডতা রক্ষায়” শক্ত ব্যবস্থা নেবে চীন। তিনি বলেন, “যে কোনো পরিণতির দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে।”