মেহেরপুরে হেরোইনসহ আটক-১
Share Now..
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরে ৫গ্রাম হেরোইনসহ জামাল হোসেন (৫২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
জামাল হোসেন গাংনী উপজেলার রাধাকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলা ডিবি পুলিশের এস আই (নি:) হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) মাহাতাব উদ্দিন, এএসআই (নি:) হেলাল উদ্দীন ও এএসআই (নি:) আহসান হাবীব গাংনী থানাধীন রামকৃষ্ণপুর ধলা এলাকায় অভিযান চালিয়ে আসামী ০৫ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, জামাল হোসেন একজন চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে মাদকের আরও মামলা বিচারাধীন রয়েছে।
Gaming is the ultimate escape Who else agrees Lucky Cola