ব্রাজিলকে আটকে দিল বাংলাদেশ

Share Now..

ব্রাজিলের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। ফুটবল খেলায় নয়, দাবায় এই ড্র করেছে বাংলাদেশ। ভারতের চেন্নাইয়ে মহাবালিপুরামে চলমান ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডে গতকাল সোমবার চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ২৮ সিডেড ব্রাজিলের বিপক্ষে দাপটের সঙ্গে খেলে ড্র করেছে।

সোমবার (১ আগস্ট) অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ব্রাজিলের গ্র্যান্ড মাস্টার ফিয়ার আলেকজান্ডারকে (রেটিং-২৫৬৭) ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) ব্রাজিলের গ্র্যান্ড মাস্টার লিমা ডারসিকে (রেটিং-২৪৪৫) পরাজিত করেন। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭) ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২৩০৭) যথাক্রমে ব্রাজিলের গ্র্যান্ড মাস্টার সুপি লুইস পাওলো (রেটিং-২৬০৩) ও গ্র্যান্ড মাস্টার মেখিতারিয়ান ক্রিকোর সেভেগের (রেটিং-২৫৪২) কাছে হেরে যান। ওপেন বিভাগে বাংলাদেশ দল চার খেলায় ৫ পয়েন্ট নিয়ে ৬০তম স্থানে রয়েছে।
অপর দিকে নারী বিভাগে বাংলাদেশের মহিলা দল এ রাউন্ডের খেলায় ০-৪ গেম পয়েন্টে ইন্দোনেশিয়ার কাছে হেরে গেছে। নারী বিভাগে বাংলাদেশের মহিলা দলের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫), মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭), মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৮২৯) যথাক্রমে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাল্টার সুকান্দার আইরিন কারিশমা (রেটিং-২৩৭৩), আন্তর্জাতিক মাস্টার আওলিয়া মেদিনা ওয়ারদা (রেটিং-২৩৭৪), মারিরোহ ফারিহা (রেটিং-১৮৩৯) ও মহিলা আন্তর্জাতিক মাল্টার চিত্রা দেবি আরদিয়ানি জোসেলাইনির কাছে হেরে যান। মহিলা দল ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ৬২তম স্থানে রয়েছে।আজ মঙ্গলবার (২ আগস্ট) পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ আলবেনিয়ার বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশের নারী দল জ্যামাইকার মহিলা দলের বিরুদ্ধে খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *