‘লগান’ মুক্তির ২০ বছর উদযাপন করছেন আমির খান
Share Now..
আমির খান অভিনীত অস্কারে মনোনয়নপ্রাপ্ত সিনেমা লগানের ২০ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে আমির খান প্রোডাকশনের ভেরিফাইড ইনস্টাগ্রামে এক ভিডিওতে ছবিটির গল্পকার থেকে শুরু করে দর্শকদের পর্যন্ত ধন্যবাদ জানিয়েছেন আমির।
তিনি বলেছেন, ‘এই যাত্রা স্মরণীয় করে রাখতে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। লেখক থেকে আমাদের দর্শক…সবাইকে ধন্যবাদ। আসুন, ২০ বছর উদযাপনে আমাদের সাথে যোগ দিন এবং চলচ্চিত্রটির সুন্দর স্মৃতিগুলোকে স্মরণ করতে সহায়তা করুন।’
এখানে লগানের ভক্তদের স্মৃতিচারণ করতে বিশেষভাবে আহ্বান করা হয়েছে। লগান নিয়ে চিত্রকর্ম, ১০০ শব্দে সিনেমাটিকে বর্ণনা বা লগানের গান আবার নতুন করে তৈরি করতে অনুরোধ করা হয়েছে ভক্তদের।
Gaming is the ultimate escape Who else agrees Lucky Cola