জীবনযুদ্ধে হেরে গেলেন অভিনেত্রী লিজা
অবশেষে জীবনযুদ্ধ হেরে গেলেন লিজা বেনস (৬৫)। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১১ দিন পর মারা গেলেন তিনি। নিউইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে সোমবার (১৪ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিজা। এর আগে গত ৪ জুন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ‘গন গার্ল’ খ্যাত হলিউডের এই প্রবীণ অভিনেত্রী।
গত ৪ জুন নিউইয়র্ক শহরের রাস্তায় পায়ে হেটে গন্তব্যে যাচ্ছিলেন লিজা। হুট করে একটি স্কুটার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। এই ঘটনায় হিট অ্যান্ড রান-এর একটি মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।
‘গন গার্ল’ ছাড়াও হলিউডের একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন লিজা বেনস। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘গন গার্ল’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। ১৯৮৮ সালে ‘ককটেল’ সিনেমায় টম ক্রুজের সঙ্গেও অভিনয়ের অভিজ্ঞতা আছে তার। এছাড়াও ‘ন্যাশভিলে’, ‘ম্যাডাম সেক্রেটারি’সহ একাধিক গুরুত্বপূর্ণ ছবিতে লিজা বেনস নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।
In the game world, anything is possible Lucky Cola