বিএনপির বর্ষিয়ান নেতা আয়নাল হাসানের মৃত্যু কালীগঞ্জে শোকের ছায়া

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আয়নাল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া—-রাজেউন)। রোববার দুপুরে কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাড়িতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সোমবার সকালে আড়পাড়া জঙ্গী পীর সাহেব দরগায় প্রথম জানাজা ও বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলার ঘিঘাটি ইক্ষুক্রয় কেন্দ্রের মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। বিএনপি নেতা আয়নাল হাসানের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ মসিউর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক এমপি শাহিদুজ্জামান বেল্টু, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে আয়নাল হাসানের মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে আসে। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন শ্রদ্ধা জানাতে। বিএনপি নেতা আয়নাল হাসানের রয়েছে বর্নাঢ্য রাজনৈতিক জীবন। সাংগঠনিক দক্ষতায় পারদর্শী আয়নাল হাসান ১৯৭৯ সালে কালীগঞ্জ ছাত্রদলের সভাপতি ও বৃহত্তর যশোর ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তার হাতেই গড়ে ওঠে কালীগঞ্জ বিএনপি। আয়নাল হাসান কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কালীগঞ্জ উপজেলা ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত এই বর্ষিয়ান নেতা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *