ঝিকরগাছায় জাতীয় শোক দিবস পালিত

Share Now..

ঝিকরগাছা প্রতিনিধিঃ

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি গভির শ্রদ্ধা জানিয়ে ঝিকরগাছা উপজেলা মোড়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুল, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ঝিকরগাছা জোনাল অফিস সহ উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সোমবার সকালের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাক্তার অধ্যাপক মোঃ নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, লুবনা তাক্ষী সহ আরো অনেকে। যথাযোগ্য মর্যাদায় যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের হলরুমে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২২ পালন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পর প্রথমে সামাজিক দূরাত্ব বজায় রেখে র‌্যালী বের হয়ে উপজেলার মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পন, জাতির পিতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের পরিশেষে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিয়া। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অপর দিকে যশোর পল্লী বিদ্যুৎ-১ সমিতির ঝিকরগাছা জোনাল অফিস কর্তৃক শোকাবহ জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও স্থাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাতবার্ষিকীতে তাঁর এবং তাঁর পরিবারের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ইপস্থিত ছিলেন, ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানাসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *