কয়রায় পুলিশের অভিযানে ৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি আটক।
কয়রা খুলনা প্রতিনিধিঃ
কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি আটক করেছে।
প্রবেশ নিষিদ্ধ সময় সুন্দরবন থেকেএক শ্রেনীর অসাধু জেলেরা ভারতীয় কীটনাশক প্রয়োগ করে মাছ ধরে তা আবার শুকিয়ে লোকালয়ে নিয়ে বিক্রি করতে যাওয়ার সময় পুলিশের অভিযানে আটক করা হয় এ অবৈধ শুটকি চিংড়ি মাছ। জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১ টার দিকে কয়রা থানার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম) এর নেতৃত্বেঅভিযান চালিয়ে উপজেলার পল্লী মঙ্গল এলাকা থেকে ৮ বস্তা ভর্তি অবৈধ শুটকি চিংড়ি মাছ আটক করা হয়। এসময় পুলিশের অভিযান জানতে পেরে মাছ পাচারকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানকালে পুলিশের হাসানুজ্জান, মিহির
মজুমদার ও শাহাজান আলী উপস্থিত ছিলেন। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম)হয়েছে। বলেন, আটককৃত অবৈধ শুটকি মাছের ব্যাপারে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।