চীনে লোহা খনির পানিতে ডুবে নিহত ১১
Share Now..
চীনের শানজি প্রদেশের এক লোহা খনিতে পানিতে ডুবে ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো আটতে আছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ চলছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার খনিতে বন্যা দেখা দেয়। এসময় ১৩ জন শ্রমিক ভেতরে আটকা পড়ে। খনির যে কয়টি বের হওয়ার রাস্তা আছে তার সব পানিতে ডুবে আছে। সেখানে উদ্ধার কাজ অব্যাহত আছে। এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, উদ্ধারকারীরা শ্রমিকদের মরদেহ উদ্ধার করার পাশাপাশি ব্যাপক সংখ্যক ফিউজ, ডেটোনেটরস এবং বিস্ফোরক পেয়েছে উদ্ধারকারীরা। এসব দব্য নিষ্ক্রিয় করার জন্য বিশেষ দল পাঠানো হয়েছে।
ত বুধবার থেকেই ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে বলে জায়েছে স্থানীয় প্রশাসন। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Gaming is the ultimate escape Who else agrees Lucky Cola