যুদ্ধে হাজার হাজার সেনা হারিয়েছে রাশিয়া: ব্রিটেন

Share Now..


চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধে হাজার হাজার সেনা হারিয়েছে রাশিয়া। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে রবিবার (২৮ আগস্ট) এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। এদিকে ইতোমধ্যে আরও সেনা নিয়োগের ব্যাপারে ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দেশটিত ঠিক কীভাবে আরও সেনা নিয়োগ করবে তা নিয়ে অস্পষ্ট রয়েছে।

ব্রিটিশ গোয়েন্দারা বলেছেন, রাশিয়া আরও স্বেচ্ছাসেবক চুক্তিবদ্ধ সেনা নিয়োগের মাধ্যমে বা নিয়োগের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা তুলে দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি পূরণ করার চেষ্টা করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

রুশ সেনাবাহিনীতে আগামী কয়েক মাসে এক লাখ ৩৭ হাজারের মতো সেনা বাড়তে পারে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন। বর্তমানে দেশটির সামরিক বাহিনীতে নিয়মিত সেনার সংখ্যা ১০ লাখের বেশি। এছাড়া আরও নয় লাখ বেসামরিক স্টাফ রয়েছে ।

রাশিয়ার আইনের অধীনে, ডিক্রিটি দেশটির যুদ্ধ শক্তি বাড়ানোর দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করার সম্ভাবনা কম বলে জানায় ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে রাশিয়া এই পর্যন্ত হাজার হাজার সেনা হারিয়েছে। খুব কম নতুন চুক্তিতে সেনা নিয়োগ করা হচ্ছে। নিয়োগপ্রাপ্তরা প্রযুক্তিগতভাবে রুশ অঞ্চলের বাইরে সেবা পরিবেশন করতে বাধ্য নয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৮৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *