খুলনা বিভাগীয় কমিশনারের বলুহর মৎস্য হ্যাচারী পরিদর্শন
কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইহদের বলুহর মৎস্য হ্যাচারী পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
মঙ্গলবার সকালে কমিশনার হ্যাচারীতে চীন থেকে আমদানিকৃত সিলবার, বিগ-হেড ও গ্রাস-কার্পের রেণু ও ভিয়েতনাম এর পাঙ্গাশ, কালি-বাউস এবং সুবর্ণ রুই মাছ, ব্রুড মাছ, এসব কার্যক্রম দেখে সকল প্রকার দিকনির্দেশনা দেন ও প্রশংসা ব্যক্ত করেন।
এসময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেচ্ছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, হ্যাচারী ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ বাশার, রমজান আলীসহ হ্যাচারীর সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
The ultimate gaming adventure awaits—are you in? Lucky Cola