রানির মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার। আজ শুক্রবার (৯ সেপ্টম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।রানীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রানীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এর আগে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
Challenge accepted – dive into the world of gaming Lucky Cola