কয়রায় গত ১২ বছরের পুরনো ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ হয়নি ইটের সলিং।
Share Now..
কয়রা খুলনা।
কয়রা উপজেলার সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ৫ নং কয়রা গ্রামের ৩ কিলোমিটার রাস্ত১২ বছর আগে নির্মাণ হয়। কিন্তু ১২ বছর পরে এশেও রাস্তা টিতে এখনো ইটের সলিং বসেনি।গত শনিবার সকালে সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
ঐরাস্তার পাশে প্রায় ১শো পরিবার বসবাস করছে তাদের ছোটো, ছোটো ছেলে, মেয়েরা স্কুলে লেখা পড়া করে বর্ষা মৌসুমে রাস্তা টি কাঁদা হয়েগেলে চলাচলে চরম ভোগান্তি পোয়াতে হয়। স্থানীয়ো দের দাবি আর কিছু না হোক অন্তত পক্ষে ইটের সলিং দিয়ে রাস্তা টি নির্মাণ করে দিলে আমাদের ছেলে, মেয়ে ও আমাদের চলাচলে কিছু টা দুর্ভোগ থেকে মুক্তি পাবো। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য এস, এম নাজমুল হোসেনের সাথে কথা হলে বলেন রাস্তা টির বিষয় উর্ধতন কর্মকর্তা দের অবহিত করেছি আমি ইতিমধ্যে নির্দেশ আসলে কাজ শুরু করবো।
Experience the ultimate gaming thrill today Lucky Cola