বিশ্বকাপে নেই মাহমুদুল্লাহ, তাক লাগিয়ে ফিরলেন শান্ত
অবশেষে এলো সেই ক্ষণ। উত্তর মিললো সকল প্রশ্নের। মাহমদুল্লাহকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। সাবেক এই অধিনায়ককে বাদ দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও খেলবে একই দল।বুধবার দুপুর আড়াইটার পর মিরপুরে বিসিবির কার্যালয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করেছে দলের নির্বাচক মিনহাজুল আবেদি নান্নু ও হাবিবুল বাশার সুমন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তার জায়গায় বিশ্বকাপ দলে সুযোপ পেয়েছেন তরুণ ইয়াসির আলী রাব্বী। চোটের কারণে এশিয়া কাপের দলে না থাকলেও রিয়াদের বয়স আর ফর্মহীনতা বিচারেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রাব্বী। চোট কাটিয়ে বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন লিটন দাস, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান।
অস্ট্রেলিয়ার পেস সহায়ক উইকেটে মুস্তাফিজ, তাসকিন, এবাদতের সঙ্গী হবেন হাসান মাহমুদ। প্রথাগত স্পিনার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ। দল ঘোষণার আগে মাহমুদুল্লাহর থাকা বা না থাকাসহ আরেকটি জায়গা নিয়ে চলছিলো বিস্তর আলোচনা। উদ্বোধনী জুটিতে লিটন দাসের সঙ্গী হবেন কে? ১৫ সদস্যের দলে লিটনের সঙ্গে স্বীকৃত ওপেনার হিসেবে রাখা হয়েছে শুধুমাত্র নাজমুল হোসেন শান্তকে। এই নামটিই অবাক করেছে সকলকে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ছিলেন শান্ত। খারাপ ফর্মের কারণে বাদ পড়েছিলেন এশিয়া কাপের স্কোয়াড থেকে। সৌম্য সরকারকে নিয়ে গুঞ্জন শোনা গেলেও তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে।
Build, battle, and dominate the leaderboard Lucky Cola