সাত দিনের মধ্যে ৯টি পণ্যের দাম ঠিক করে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রেখে আগামী সাত দিনের মধ্যে ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঠিক করে দেওয়া হবে। বাজার অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে সব ব্যবসায় প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা ঝোলানো বাধ্যতামূলক করা হবে। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, ৯টি নিত্যপণ্যের দাম নির্ধারণে ১৫ দিন অতিক্রম হয়েছে। সাত দিনের মধ্যে দামের নতুন তালিকা দেওয়া হবে।
ডিমের দাম আবারও বেড়ে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুরগির খাদ্য, পরিবহন খরচসহ বিভিন্ন দাম বিবেচনায় রেখে ডিমের দামও যৌক্তিকভাবে নির্ধারণ করে দেওয়া হবে। এ ছাড়া খাদ্যপণ্য, তেল ও স্টিলসহ আরও বেশ কিছু পণ্যের দাম নির্ধারণ হবে।
ব্যবসায়ীদের অনৈতিকভাবে সুযোগ নেওয়া কমানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের ভোক্তা অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠন এবং ট্যারিফ কমিশনকে পণ্যের যৌক্তিক দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
Challenge accepted – dive into the world of gaming Lucky Cola