চুয়াডাঙ্গায় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান
হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে আলমডাঙ্গার পৌর এলাকার
গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যানপাড়ায় এঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন গোবিন্দপুর গ্রামের মণ্ডলপাড়ার জুড়ান আলীর ছেলে।
আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড কমিশনার ডালিম হোসেন বলেন, সকালে
ব্যক্তিগত কাজে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক।
পরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ইমরানকে
উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা
করেন।
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু
বলেন, আমি ঘটনাটি শুনেছি। ব্যক্তিগত কাজে আমি ঢাকাতে অবস্থান করছি।
বিস্তারিত জানতে খোজ নেয়া হচ্ছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্বশক্রার
জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছি। নিহত ইমরান
আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত হয়েছি।
বিস্তারিত জানতে এবং অভিযুক্তদের আটকে অভিযান চলছে।
Victory awaits Are you ready to claim it Lucky Cola