হরিণাকুণ্ডুতে মহানবি (সঃ) কে নিয়ে কটুক্তি করায় এক যুবক গ্রেফতার
হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহানবী (সঃ) কে নিয়ে স্যোসাল মিডিয়ায় কটুক্তিকারীকে ১৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে ঢাকা নারায়নগঞ্জ এলাকা থেকে আটক করে পুলিশের সাইবার ক্রাইম দল রবিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আশিকুর রহমান এখবর সাংবাদিকদের জানান ।
আটককৃত যুবক, শেখ মেহেদী হাসান ওরফে ফরিদ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি কারিগর পাড়া গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, বর্তমানে আসামী মেহেদী হাসান ঢাকা নারায়নগঞ্জের এক পোশাক কারখানায় চাকরি করেন। গত শুক্রবার হাসান মেহেদী ফেসবুক পোস্টের কমেন্টে নিজের মন্তব্যে মহানবী (সঃ)কে চরিত্রহীন হিসাবে বিদ্বেষ ছড়ান। শুক্রবার এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে মুসলিম হিতৈষিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পর উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান হরিণাকুণ্ডু থানায় গত শনিবার বাদি হয়ে মামলা দায়ের করেন,যার নং ০৬ তারিখ ১৭/০৯/২০২২ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুণ্ডু থানার এসআই সাইফুল ইসলাম জানান, দণ্ডবিধির ২৫৫(ক), ১৫৩(ক) ও ৫০০ ধারায় এই মামলা লিপিবদ্ধ হওয়ায় অভিযুক্ত শেখ মেহেদী হাসানকে ঢাকা থেকে গ্রেফতার করে শনিবার রাতে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানায় নিয়ে আসে পুলিশ।
রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
From noob to pro, every win counts Lucky Cola