টেকনাফ থেকে দুই যুবকের লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে রক্তাক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও নাফনদীর কায়উকখালী ঘাটে ভাসমান আরেকটি লাশ উদ্ধার করা হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ও সকাল ৮টার দিকে আলাদা সময়ে লাশগুলো উদ্ধার হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান। তবে, উভয়ের নাম-পরিচয় কিছুই জানাতে পারেননি ওসি।এদের মধ্যে একজন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান আর ভাসমান লাশটি কীভাবে বা কোথা থেকে এলো জানার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন ওসি।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ভোররাতে র্যাব টেকনাফ থানায় ফোন করে জানায় মাদককারবারির সাথে তাদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে মারা গেছে এক মাদক কারবারি। টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদীর কিনারে লাশটি রয়েছে। খবর পেয়ে পুলিশ টিম পাঠিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের নাম-পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
সাদা-কালো রংয়ের শার্ট পরা যুবকটির বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তার বুকে গুলির চিহ্ন রয়েছে।
অপরদিকে, টেকনাফের নাফনদীর কায়ূকখালী ঘাট লামারবাজার এলাকায় ব্রিজের নিচে ভাসমান একটি লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ টিম গিয়ে তা উদ্ধার করে। তারও পরিচয় মেলেনি। তার বয়স আনুমানিক ৪৫-৫০ বছর হতে পারে।
Your ultimate gaming adventure starts now Lucky Cola