খানসামার আত্রাই নদী থেকে ৬ জনের লাশ উদ্ধার
Share Now..
পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকা ডুবির ঘটনায় দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদী থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে খানসামা উপজেলার জিয়া সেতু, ফরিদাবাদ, বাসুলী ও জয়ন্তিয়া ঘাট এলাকা থেকে ৫ নারীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ইউনিট এবং ও ১ শিশুর লাশ উদ্ধার করে থানা পুলিশ।খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ‘উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি লাশগুলোর পরিচয় সনাক্তে বোদা উপজেলায় জানানো হয়েছে।’এদিকে, রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর মাড়েয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
Victory awaits Are you ready to claim it Lucky Cola
Play, strategize, and conquer Your victory awaits Lucky Cola