ফুটবল মাঠে সংঘর্ষ, নিহত বেড়ে ১৭৪

Share Now..


ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি স্টেডিয়ামে সংঘর্ষ ও পদদলিত হয়ে কমপক্ষে ১৭৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) দেশটির পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে এ সহিংসতার ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, আরেমা এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচে আরেমা ২-৩ গোলের ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় ভক্তরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমনকি মাঠে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর হামলা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়।এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকার পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।

2 thoughts on “ফুটবল মাঠে সংঘর্ষ, নিহত বেড়ে ১৭৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *