কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন
Share Now..
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশক প্রজাতির মৃত ডলফিন। এটির প্রস্থ দেড় ফুট।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি ভেসে আসে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, ডলফিনটি কয়েক ঘন্টা আগে সাগরে মারা গেছে। কারণ ডলফিনটির রং এর পরিবর্তন হয়নি। তবে পেট ফাটা রয়েছে। আর মুখে জাল পেঁচ্যানো রয়েছে।
তিনি আরও বলেন, জেলেদের জালে মুখ আটকানোর কারণেই এটির মৃত্যু হয়েছে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এ নিয়ে সৈকতে এ বছর মোট ১৮টি মৃত ডলফিন ভেসে এলো। বার বার ডলফিন মৃত্যুর কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
Master the game, rule the competition Lucky Cola