অঘটন ঘটিয়ে ভারতকে হারালো পাকিস্তান

Share Now..

মাত্র একদিন আগেই থাইল্যান্ডের কাছে হেরে আসা পাকিস্তান শক্তিশালী ভারতের বিপক্ষে পাত্তা পাবে না এটাই যেন অনুমেয় ছিল সবার। কিন্তু পাকিস্তান মানেই যে অঘটনের দল, তার প্রমাণ দিল তারা আরও একবার। প্রথম কাজটি করে দিয়েছেন নিদা দার। তার অনবদ্য ইনিংসে ভারতকে মাঝারি লক্ষ্যের চ্যালেঞ্জ ছোঁড়ে বিসমাহ মারুফের দল। পরে বোলিংয়ে নেমে ভারতের বিশাল ব্যাটিং লাইন আপকে ১২৪ রানে গুড়িয়ে দেন নাশারা-সাদিয়ারা। তাতে তৃতীয়বারের মতো এশিয়ার পরাশক্তি ভারতকে হারানোর গৌরব অর্জন করে পাক নারীরা।

সিলেটের আউটার স্টেডিয়ামের মাঠে শুক্রবার ভারতকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। ব্যাট হাতে ৫৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিদা দার।

টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুই ওপেনার মুনীবা আলী ও সিদ্রা আমিনের ২৬ রানের জুটিতে শুরুটা ভালোই হয় বিসমাহ মারুফের দলের। কিন্তু ভারতের সামনে বরাবরই নার্ভাস পাকিস্তান হঠাত করেই যেন খেই হারিয়ে ফেলে।

১১ রান করে পূজা ভাস্ত্রকারের বলে সিদ্রা আমিন ফিরলে মাত্র ৭ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর নিদা দারকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক বিসহাম মারুফ। দুজনে মিলে গড়েন ৭৬ রানের জুটি। দ্রুত রান তুলতে থাকা নিদা ফিফটি পেলেও বিসমাহ ফেরেন ৩২ রানে।

শেষ দিকে আয়শা নাসিম ও আলিয়া রাজের ছোট ছোট অবদানে ১৩৭ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৩৭ বলে ৫৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নিদা।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ গতিতে আগাচ্ছিলেন দুই ভারতীয় ওপেনার। ১৫ রানে মেঘনাকে ফিরিয়ে তাতে বাধ সাধেন নাশারা সান্ধু। দ্রুত ফেরেন জেমিনাহ রদ্রিগেজ। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি স্মৃতি মান্ধানা। ১৭ রানে ফিরেছেন নাশারার শিকার হয়ে।

৬৫ রানে ৫ উইকেট হারানো ভারতকে কিছুটা আশা দেখিয়েছেন দীপ্তি শর্মা ও অধিনায়ক হারমানপ্রীত কর। ১১ বলে ১৬ রান করে দীপ্তি ফিরলে ভাঙে সে জুটি। হারমানও ফেরেন পরের ওভারে।

নিভু নিভু আশাকে কিছুটা হলেও পরে জাগিয়েছেন রিচা ঘোষ। ৩ ছক্কা ও এক চারে ২৬ রান করে ব্যবধানটা নাগালে এনে ফিরেছেন সাদিয়ার বলে। ১২৪ রানে থামে ভারতের ইনিংস।

One thought on “অঘটন ঘটিয়ে ভারতকে হারালো পাকিস্তান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *