চুয়াডাঙ্গা সদর ঝাজরীতে আবাসন প্রকল্পে নতুন ঘর নির্মানের জন্য জায়গা পরিদর্শন করলেন ইউএনও শামীম ভুঁইয়া

Share Now..


হিজলগাড়ী:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামে ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারের নিজস্ব জমি ও ঘর নির্মান করে আবাসন প্রকল্প গড়ে তোলার পর সেখানে নতুন করে আরো ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্নবাস করার লক্ষ্যে জায়গা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া । আবাসন প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন সহ সেখানে বসবাসরত বাসিন্দাদের জীবনামান উন্নয়নে গৃহিত একাধিক উদ্দ্যোগ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহনে বেগমপুর ইউপি সচিব ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ দায়িত্বশীলের আরো বেশি দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রদান করেন।
জানা গেছে, গতকাল বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া ঝাজরী আবাসন প্রকল্পের পতিত সরকারী খাস জমিতে নতুন করে ১০টি ঘর নির্মান করে সেখানে ইউনিয়নের আরো ১০জন ভূমি ও গৃহহীন পরিবারকে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করার জন্য সরেজমিনে জায়গা পরিদর্শন করেন। এসময় তিনি আবাসনে বসবাসরত বাসিন্দাদের খোজখবর নেন। আবাসন এলাকায় মসজিদ, কমিউনিটি সেন্টার, শিশুদের জন্য খেলার জায়গা, পুকুর খননের জায়গা নির্ধারত করে দ্রুত কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন। এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন এখানে জনৈক ব্যক্তি মাদক ব্যবসা করছেন। অভিযোগ পেয়ে ততক্ষনিক অভিযুক্তকে কড়া হুসিয়ারী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। আবাসন এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে গ্রামপুলিশ পোস্টবক্স ও সিসি টিভি লাগানো হবে বলেও জানান তিনি। এছাড়া আবাসনে বসবাসরতদের জীবনমান উন্নয়নে তাদের মধ্য শৃংখলাবোধ জাগ্রত করার জন্য একটি সামাজিক কমিটি গঠন করার তাগিদ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মাজহারুর ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, বেগমপুর ইউপি সচিব ফয়জুর রহমান প্রমুখ।

One thought on “চুয়াডাঙ্গা সদর ঝাজরীতে আবাসন প্রকল্পে নতুন ঘর নির্মানের জন্য জায়গা পরিদর্শন করলেন ইউএনও শামীম ভুঁইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *