শিবচরে ইলিশ রক্ষায় অভিযান, ৩০ নৌকাসহ আটক ১

Share Now..


মা ইলিশ রক্ষায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মাদারীপুরের শিবচরে পদ্মা নদী ও চরাঞ্চলে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য দপ্তর, জেলা ও থানা পুলিশ, র‌্যাব-৮, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও জনপ্রতিনিধিদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।

এ সময় চরাঞ্চলের ২টি ইলিশ বিক্রির আস্তানা ধ্বংস, ১২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৩০টি জেলে নৌকাসহ একজনকে আটক এবং প্রায় ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) চাইলাউ মারমা, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন, কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহানুর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমসহ ৬০ জন পুলিশ সদস্য, ১৭ জন নৌপুলিশ সদস্য, ১১ জন র‍্যাব বাহিনী, ৬ জন কোস্টগার্ডের সদস্য, জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ ও মৎস্য দপ্তরের সহকর্মীরা, কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল বেপারী, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু মুন্সী ছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন।মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘৩ শিফ্ট ভাগ করে পদ্মা নদীতে অভিযান চলছে। ধারাবাহিকভাবে অভিযান আরও বাড়বে।’

One thought on “শিবচরে ইলিশ রক্ষায় অভিযান, ৩০ নৌকাসহ আটক ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *