নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর আলী হাসান (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে স্থানীয়রা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যানী জোলার একটি আঁখের ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই শিশুর গলিত লাশহ উদ্ধার করে।
নিহত শিশু শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের পিরানটোলা গ্রামের হোসেন আলীর ছেলে। সে চককীর্ত্তি নামোটোলা নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
পরিবার ও স্থানীয় ও সূত্রে জানা গেছে, নিহত আলী হাসান গত ১০ অক্টোবর নিজস্ব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সারাদিন পার হওয়ার পরেও রাতে বাড়ি আর ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে ছেলের সন্ধান চেয়ে শিবগঞ্জ থানায় জিডি করে তার বাবা।
স্থানীয়রা শিশুটিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যানী জোলা আঁখ ক্ষেতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই শিশুটির গলিত লাশ উদ্ধার করে।
নিহতের চাচা আকবর হোসেন জানান, মরদেহটি তার নিখোঁজ ভাতিজা আলী হাসান। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, সকালে আঁখের ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছ।
Victory awaits Are you ready to claim it Lucky Cola