বাবর-রিজওয়ানের কাছ থেকে কিসের টিপস নিলেন লিটন?
নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ হেরে শূন্য হাতেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। তবে শেষ দুই ম্যাচে টাইগারদের খেলায় দেখা গিয়েছে উন্নতির ছাপ। বিশেষত আজ নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ করেছে টিম টাইগার্স।লিটন আর সাকিবের ঝোড়া ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। বোলিং আর ফিল্ডিং ব্যর্থতায় ম্যাচ হারলেও আগের চেয়ে উন্নতিতেই খুশি টাইগার কাপ্তান সাকিব আল হাসান।
ব্যাট হাতে এদিন ম্যাচের অন্যতম সেরা পারফর্মার ছিলেন লিটন দাস। নিজের জন্মদিনেই ৪২ বলে ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে এনে দেন বড় সংগ্রহ।
বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত বৃথা গেছেন টি-টোয়েন্টিতে লিটনের সপ্তম অর্ধশতক। তবে ম্যাচ শেষে পরাজয়ের বেদনা ভুলে লিটন ছুটে গেছেন প্রতিপক্ষের সেরা দুই ব্যাটার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের কাছেই। পাকিস্তানের ব্যাটিংয়ের দুই স্তম্ভের কাছ থেকে নিয়েছেন আরও ভালো করার পরামর্শ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে এমন চিত্র। সেই ভিডিওর ক্যাপশনে তারা লিখেছে ‘শেখার কোনো শেষ নেই’।
ভিডিওতে দেখা যায়, বাবর ও রিজওয়ান দুইজনই কিভাবে আরো ভালো করা যায় সে সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন লিটনকে। রিজওয়ানকে বারবার বলতে শোনা যায়, কঠিন পরিশ্রমই সাফল্যের একমাত্র পথ!
From noob to pro, every win counts Lucky Cola